তুলসী গাছে জবা ফুল!

টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাড়িতে তুলসী গাছে জবা ফুল ফুটেছে। আর এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। এই দৃশ্য দেখতে গাছটির কাছে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

বানিয়াবাড়ী সাহাপাড়া গ্রামে মধুসূদন সাহার বাড়ির তুলসী গাছে গতকাল বৃহস্পতিবার, ৩ অক্টোবর সকালে জবা ফুলের একটি কলি দেখা যায়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে এলেঙ্গাসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ তুলসী গাছটিকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করছে। রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিড় আরও বেশি বাড়তে থাকে।

এক পর্যায়ে ভিড় সামলাতে গভীররাতে বাড়ির গেটটি বন্ধ করে দেয়া হয়। আজ শুক্রবার ভোর থেকে আবারও শুরু হয় দর্শানার্থীদের সমাগম।

স্থানীয়রা জানান, তুলসী গাছে কলিটি ফুটে একটি নোলক জবায় পরিণত হয়েছে, যার ভেতরে লাল ও বাইরে সাদা।

বাড়ির মালিক মধুসূদন সাহার ছোট ছেলে সঞ্জিব চন্দ্র সাহা বলেন, ঘটনাটি অবশ্যই অলৌকিক। আগে কখনো এরকম ঘটনা আর ঘটেনি। বৃহস্পতিবার সকালে তুলসী গাছে জবা ফুলের একটি কলি এলে শুক্রবার ভোরে দেখা যায় সেটিতে জবা ফুল ধরে আছে।