নীলফামারীতে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।
সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে শহরের ডিসি কার্যালয় চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার উপস্থিত ছিলেন।
টিসিবি ডিলার রহমতুল্লাহ চুন্নু জানান, খোলা বাজারে প্রতিদিন ১ টন করে আগামী চারদিন ৪ টন পেঁয়াজ বিক্রি করা হবে। ৪৫ টাকা কেজি দরে এই পেঁয়াজ ক্রয় করা যাবে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলায় টিসিবির ডিলার রয়েছেন ২৫ জন। প্রথম পর্যায়ে জেলা শহরেই এই পেঁয়াজ বিক্রি হবে।
এনএ/রাতদিন