পিকে হালদারের প্রায় ৮০ জন প্রেমিকার সাথে কোটি টাকা লেনদেন

পলাতক রয়েছেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ।  তাঁর ঘাড়ে সাড়ে তিন হাজার কোটিরও বেশি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে।  এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য বের করে ফেলেছেন দূর্নীতি দমন কমিশন (দুদক)। 

পিকে হালদারের ৭০-৮০ জনের মত প্রেমিকার সন্ধান পেয়েছে দুদক। তাছাড়াও প্রেমিকাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে বলে  দুদক আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।

রোববার, ২০ ডিসেম্বর খুরশীদ আলম  গনমাধ্যমকে এ কথা জানান।  তদন্তে প্রমাণিত হলে তাদেরকেও আসামি করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, পিকে হালদার দেশে ফিরতে চেয়েও ফেরেননি। তাকে ধরতে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। তার অবস্থান নিয়েও নিশ্চিত নন কেউ।

বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক রয়েছেন পিকে।  একবার টাকা ফেরতের শর্তে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। দেশে ফিরলে গ্রেপ্তার হতে হবে হাইকোর্টের আদেশের পর তিনি আর দেশে ফেরেননি।

তবে অসমর্থিতসুত্রে জানা গেছে, কানাডার বেগম পাড়ায় বাড়ি করে রাজকীয় জীবনযাপন করছেন তিনি।

আরআই/রাতদিন