পশ্চিমবঙ্গজুড়ে লকডাউন ঘোষণা

ভারতের কলকাতাসহ পশ্চিবঙ্গ রাজ্যের সব পৌরশহরগুলোতে  লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতির মোকাবিলায় আগামীকাল সোমবার, ২৩ মার্চ স্থানীয় সময় বিকেল চারটা থেকেই কার্যকরী হচ্ছে লকডাউন। চালু থাকবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

আনন্দবাজারের খবরে বলা হয়, এর আগে দেশটির কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকে কলকাতাসহ দেশের ৭৫টি জেলা লকডাউনের প্রস্তাব দেয়া হয়। এর পরেই আজ নবান্ন থেকে কলকাতাসহ রাজ্যের সব পৌর শহরকে লকডাউন করার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে ‘জনতা কার্ফু’ চলছে গোটা দেশে। অত্যাবশ্যক এবং আপৎকালীন পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা ছাড়া অন্য সকলকে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে।

লকডাউনের সময়ে পুরোপুরি ঘরে থাকার জন্য  নিত্যপ্রয়োজনীয় এবং অত্যাবশ্যক যে সব সামগ্রী দরকার, তা সংগ্রহ করে নেওয়ার জন্য সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অবশ্য সময় শহরগুলির বাসিন্দারা। তবে লকডাউনের সময়ে জনতা যাতে বিপদে না পড়েন, তা নিশ্চিত করতে হাসপাতাল, চিকিৎসা পরিকাঠামো, ওষুধের দোকান-সহ নানা আপৎকালীন বন্দোবস্ত খোলা রাখা হবে বলে জানা যাচ্ছে।

এবি/রাতদিন