অনিয়মের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামের একটি কলেজে চারতলা ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এসময় ঠিকাদারসহ দায়ি সংশ্লিষ্টদের বিচার দাবি করে করে রোববার, ২৬ মে মানববন্ধন করে বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া নামের ওই কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ওই কলেজে চারতলা ভবন নির্মাণের দরপত্র আহবানের পর ২০১৭ সালের জুলাইয়ে কাজটি পায় ‘মেসার্স বেলাল কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠান কাজটি বিক্রি করে দেন আরেকজনের কাছে। তার হাত ঘুরে তৃতীয় পক্ষ হিসাবে কাজটি কিনে নেন পাটগ্রামের এক আ.লীগ নেতা। নির্মাণ শুরুর পর এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র ১৫ ভাগ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রিয়াদুল মিল্লাদসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, ‘শুরু থেকে ঠিকাদার যেনতেন ভাবে কাজ করছে। আর এভাবে ভবন নির্মাণ হলে সেখানে রানা প্লাজার মতো ঘটনা ঘটতে পারে। তাই আমরা ওই ঘটনার পূনরাবৃত্তি চাই না।’
অধ্যক্ষ মোস্তাফিজার রহমান বসুনিয়া বলেন, ‘ঠিকাদার ইচ্ছেমতো কাজ করছে। ভবন নির্মাণের ভিত্তিতেই হয়েছে অনিয়ম। আমরা বারবার নানাভাবে বলার পরও কেউ কোনো কথা শোনেননি।’
কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘ শিক্ষার্থীরা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখবো।’
এইচএ/রাতদিন