লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মোটরবাইকে লালমনিরহাট যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
আজ রোববার, ১৭ অক্টোবর সকাল ১১ টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর জুম্মারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাক্তির নাম আজিজুল ইসলাম। তিনি জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের একটি মসিজিদের মুয়াজ্জিন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ সকাল ১১ টায় আজিজুল ইসলাম আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের মোটরসাইকেল চালক ইউসুফ আলী (৩৫)র সাথে উপজেলার আলাউদ্দিন নগর থেকে লালমনিরহাট জেলা সদরে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের ইসলামনগর জুম্মারপাড় এলাকার পাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে পিছনে থাকা মুয়াজ্জিনসহ চালক পাকা রাস্তার উপর পড়ে যান। এতে মুয়াজ্জিন আজিজুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গুরুতর আহত চালক ইউসুফ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। ট্রাকটি হাইওয়ে থানা পুলিশের নিকট জিম্মায় রয়েছে।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা’।