‘ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে’- এই অজুহাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্থানীয় বাজারে হঠাৎ লাগামহীন ভাবে বাড়ছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেয়াজ। প্রতি কেজি পেঁয়াজের দাম গতকালও যেখানে ৪৫ টাকা ছিলো আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর তা বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।
ফলে বিপাকে পড়েছে এ এলাকার নিম্ন আয়ের শ্রমজীবী সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় এই সামগ্রীটি কিনতে নাভিশ্বাস উঠেছে তাদের।
পাটগ্রাম বাজারের সবজি ক্রেতা হাবিব মিয়া বলেন,‘কাইল কিননু ৪৫ টাকা দিয়া আইজ বোলে ৯০ টাকা কেজি। টাকা নাই ওইজইেন্যে এক পোয়া কিননু। এমনি করোনার সময় আয় -রোজগার কম তাঁর উপর পেঁয়াজর দাম বাড়ি গেইল, হামা গরিব মানষি মনে হয় পিয়াইজ ছাড়ায় তরকারি খাওয়া নাইগবে।’
পাটগ্রাম পশ্চিম বাজারের খুচরা কাঁচামাল বিক্রেতা নুরজ্জামান জানান,‘গত সোমবার পাইকারী বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৪২ থেকে ৪৩ টাকা বিক্রি হয়েছে। মঙ্গলবার পেঁয়াজের পাইকারী বাজারে কেজি পেঁয়াজ ৭৫ টাকা থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। এখন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে।’
পাটগ্রাম বাজারের মেসার্স মনি বাণিজ্যালয় আড়তেে মালিক মো. আতিয়ার রহমান বলেন,‘ রংপুর মোকামে পেঁয়াজের দামি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামে আজ আমরা ৭০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে।
ভারত থেকে পেঁয়াজ না আসায় হঠাৎ করে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে- এমন অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক ( ডিসি) আবু জাফর বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধির কোন সুযোগ নেই। যদি কেউ দাম বাড়ায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’