পাটগ্রামে বিনামূল্যে সার ও বীজ পাবেন ৩ হাজার ৪ শ’ কৃষক

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রামে  কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ, সার ও বীজ  বিতরণ করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এই কর্মসূচী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ২১ নভেম্বর দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার দেব শর্মা।

স্বাগত বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফফার ।

বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ। ছবি: রাতদিন

অনুষ্ঠানে পাটগ্রাম পৌর মেয়র মো. শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু, উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়ন এবং পৌরসভার ৩ হাজার ৪০০ জন  কৃষকের মাঝে বিনামূল্যে এই সার ও বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

জেএম/রাতিদন