পাসপোর্ট-ভিসা ছাড়াই চ্যাংরাবান্দা ইমিগ্রেশন দিয়ে ৩ ভারতীয় বাংলাদেশে প্রবেশকালে আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশেন গেট দিয়ে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করায় ভারতীয় তিন নাগরিককে আটক করেছে বিজিবি।

শনিবার, ২১ ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টায় বুড়িমারী ইমিগ্রেশন পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়।

ভারতীয় চ্যাংরাবান্ধা ও বাংলাদেশি বুড়িমারী ইমিগ্রেশন গেট অতিক্রম করে ভারতের ফালাকাটা, জলপাইগুড়ি এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২২), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৮), ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (১৮) বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় বর্ডারগাড বাংলাদেশ তিস্তা-২ এর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানীর টহল দলের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে ভারতীয় ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বিজিবি পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা ৭.৩০মিনিট) বুড়িমারী জিরো লাইনে পতাকা বৈঠক হয়নি। বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে বুড়িমারী কোম্পানী কমান্ডার সুবেদার আবুল হোসেন ভারতীয় তিন নাগরিক আটকের সত্যতা স্বীকার করে জানান, ভুল বশতঃ ওই তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। পতাকা বৈঠকের জন্য ভারতীয় চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফের কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।

জেএম/রাতদিন