প্রত্যেক জেলা থেকে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে বিএনপি

বিএনপি তথা ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী হিসেবে যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের স্কাইপিতে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার, ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু হয় বৈঠক । এতে যোগ দিতে বিকেল থেকেই নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রবেশ করতে থাকেন নেতারা।

৪০ জেলার প্রার্থীদের নিয়ে দুই দফায় এ বৈঠক চলেছে বলে জানা গেছে । প্রথম ধাপে ২০ জেলার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তারেক।

সন্ধ্যা ৭টার দিকে পরের ধাপে আরো ২০ জেলার নেতারা বৈঠকে যোগ দেন।

বৈঠকে ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ মামলা করা হতে পারে।

দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও তারেক রহমান তা আমলে নেননি বলে জানাচ্ছে বাংলাট্রিবিউন।

বৈঠকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরিফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজি মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদিন ফারুক, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত প্রমুখ উপস্থিত রয়েছেন বলে এনটিভি অনলাইনের এক খবরে বলা হয়েছে।

এসকে/০৯.০২.১৯