বাড়ির সামনে ডিসির গাড়ি দেখে প্রথমে চমকে গিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের হরিজন সম্প্রদায়ের মানুষেরা। পরে সেই গাড়ি থেকে তাদেরকে দেয়া হয় শীতবস্ত্র। এত আপ্লুত হয়ে পড়েন এ সম্প্রদায়ের ৮০টি পরিবার।
শুক্রবার, ১৩ ডিসেম্বর রাত ১০টায় হরিজন সম্প্রদায়ের মধ্যে ৮০ টি কম্বল বিতরণ করেছেন ঠাকুরগাঁওয়ের ডিসি ড. কে এম কামরুজ্জামান।
তীব্র শীত উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ঠাকুরগাঁওয়ের ডিসি ড. কে এম কামরুজ্জামান সেলিম ও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন। এ সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত ডিসি নুর কুতুবুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে তারা জানায়, রাতে হঠাৎ ডিসির গাড়ি থেকে আমরা চমকে গিয়েছিলাম। পরে দেখি তিনি কম্বল নিয়ে এসেছেন। এই প্রথম তারা বাড়িতে এসে শীতবস্ত্র দিয়ে গেলেন।
এদিকে ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলায় সামান্য রৌদ্র থাকলেও সন্ধ্যার পরই ক্রমশ বাড়তে থাকে শীত।
শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস।