বিশ্বকাপ নাকি ‘বৃষ্টিকাপ’! ইংল্যান্ডে চলমান বিশ্বকাপের উত্তেজনাকে ধুয়ে দিচ্ছে বৃষ্টি। ১০ দলের বিশ্বকাপ চলবে ৬ সপ্তাহ। তবে এর মধ্যে ২ সপ্তাহ না যেতেই ইতোমধ্যে ৩ ম্যাচ হয়ে গেছে বৃষ্টিকাপ।
গত ৭ জুন ব্রিস্টলে পাকিস্তান-শ্রীলঙ্কা, ১০ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ এবং সবশেষ মঙ্গলবার, ১১ জুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গত ৪ জুন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটিও বৃষ্টির কবলে পড়েছিল।
জুন-জুলাইয়ে ইংল্যান্ডের এই আবহাওয়া প্রত্যাশিতই বলা চলে। ব্যাট-বলের লড়াইকে দর্শক বানিয়ে বিশ্বকাপে রাজত্ব করছে বৃষ্টি।
লিগ পর্বে খেলার জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তাই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু সেমিফাইনাল ও ফাইনালে।
বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে লিগ পর্বে এগিয়ে থাকা দল উন্নীত হবে ফাইনালে। বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হলে ট্রফি ভাগাভাগি হবে।
এনএইচ/ রাতদিন