চারা রোপণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে গোবর খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মনসুর বাদী হয়ে আজ শনিবার, ৮ আগস্ট সকালে চারজনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। এতে ঘটনার ১৪ দিন পর গতকাল শুক্রবার রাতে এই কাজের মূল হোতা রশিদ মল্লিককে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ মুনসুরকে রশি দিয়ে খুঁটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করেন।
নির্যাতনের নেতৃত্ব দেয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি এবং আরসাদ নাতনি জামাই।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।
এবি/রাতদিন