ভারতে মদপানে ৯২ জনের মৃত্যু

ভারতের তৈরি বিষাক্ত মদ খেয়ে দুই প্রদেশে ৯২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশের বাসীন্দা । গত তিন দিনে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর মদ তৈরিকারকদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে উভয় প্রদেশের পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন এ সংবাদ জানিয়েছে।

জানা গেছে, মিরাটে ১৮, সাহারানপুরে ৪৬, রুরকিতে ২০ ও কুশীনগরে ৮ জনের মৃত্যু হয়েছে ।

উত্তরপ্রদেশের ঘটনায় নিহতদের প্রতি পরিবারের জন্য ২ লাখ রুপি আর্থিক সাহায্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার । এ ছাড়া চিকিৎসাধীনদের জন্য ৫০ হাজার রুপির ঘোষণা করা হয়েছে।

পুলিশ বলছে, ওই বিষাক্ত মদ তৈরি হয়েছে উত্তরাখন্ডে। দুটি রাজ্যেই একই জায়গা থেকে মদ সরবরাহ করা হয়েছিল।

এসকে/৯.২.২০১৯