মুক্তিযোদ্ধাদের নামে হবে সকল সড়ক, নাম বাছাই করবেন মুক্তিযোদ্ধারাই: মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের নামে সকল রাস্তার নামকরণ করা হবে।

শুক্রবার, ২৮ জুন পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বলে বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, ‘এ পর্যন্ত দেশের নামহীন সকল রাস্তা, সেতু ও কালভার্টের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। তবে বিভিন্ন রাস্তার নাম কোন কোন মুক্তিযোদ্ধার নামে করা যায় সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত মুক্তিযোদ্ধাদেরই গ্রহণ করতে হবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের অধিকাংশ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। জমি পাওয়া সাপেক্ষে অবশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলির নির্মাণ কাজও দ্রুত সম্পন্ন করা হবে।

মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর তৈরি করা হবে, যাতে কবর দেখেই সকলে বুঝতে পারেন এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সহজে চিহ্নিত করার সুবিধার্থে ডিজিটাল পরিচয় পত্র দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে।

মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেয়া করা হয়েছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার জন্য সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এইচএ/রাতদিন