মেক্সিকোর শহর কোটজাকোয়ালকোসে একটি বারে হামলায় ২৩ জন মারা গেছেন। হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার, ২৮ আগস্ট রাতে দেশটির দক্ষিণাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ ঘটনার নিন্দা জানিয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বারের ভেতর আগুনের সূত্রপাত ঘটায়, যেখান থেকে তা ছড়িয়ে পড়ে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত পেট্রোল বোমার মাধ্যমে হামলাকারীরা আগুন ধরিয়েছে।
দেশটির রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় আটজন নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হওয়া ১৩ জন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কোটজাকোয়ালকোস মেক্সিকো উপসাগরীয় উপকূলের একটি বন্দর শহর।
ছবিতে দেখা গেছে, হামালাকারীদের আক্রমণের সময় লোকজন চারদিকে ছোটছুটি করছিল। বারটিতে চেয়ার-টেবিল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভেরাক্রুজ রাজ্যের রাষ্ট্রপক্ষের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের ধরতে অনুসন্ধান চলছে।
এইচএ/রাতদিন