মেসি ছাড়াই জিতলো আর্জেন্টিনা, মার্টিনেজের হ্যাটট্রিক

মেসিবিহীন আর্জেন্টিনা মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার লওতারো মার্টিনেজ।

আজ বুধবার, ১১ সেপ্টেম্বর ভোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে এই জয় পায় তারা।

কনমেবলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। মেসিবিহীন আর্জেন্টিনা জিতলো ফুরফুরে মেজাজে। আজ শুরুর একাদশে জায়গা হয়নি পাওলো দিবালার। স্ট্রাইকার লওতারো মার্টিনেজের অসাধারণ হ্যাটট্রিকে মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিধ্বংসী রূপে দেখা গেল মার্টিনেজকে। ম্যাচে শুধু প্রথমার্ধে খেলেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার, দ্বিতীয়ার্ধে তাঁর জায়গায় দিবালাকে মাঠে নামান স্কালোনি। মাত্র ৪৫ মিনিট খেললেই করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। মাঝে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন পিএসজির মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফলে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এই নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ১৩ ম্যাচ খেলে ৯ গোল করে ফেললেন মার্টিনেজ।

সামনের মাসে জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচটার পরে আবার আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে লিওনেল মেসিকে।

শান্ত/রাতদিন