রংপুর কোতোয়ালি থানার ওসি রেজাউল করিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে ছুটিতে পাঠানো হয়েছে। মঙ্গলবার, ২৩ এপ্রিল তাকে ছুটিতে পাঠানো হয়। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে রংপুর মহানগর পুলিশ।
ওই ওসির বিরুদ্ধে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সংরক্ষিত ওয়ার্ডের এক নারী কাউন্সিলর যৌন হয়রানির অভিযোগ তোলার পর এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।
অভিযোগে জানা যায়, ওই নারী কাউন্সিলর একটি সমস্যা নিয়ে গত শুক্রবার কোতোয়ালি থানায় গেলে ওসি রেজাউল করিম যৌন হয়রানিমূলক অশালীন মন্তব্য করেন। এতে তিনি অপমানিত বোধ করেন।
এ ঘটনার পর নারী কাউন্সিলর বিষয়টি সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানকে জানান। এরপর গত রোববার মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা রংপুর মহানগর পুলিশের কমিশনার আবদুল আলীমের সঙ্গে দেখা করে ঘটনাটি জানান। এসময় তাঁরা ঘটনার নিন্দা জানিয়ে ওসির বিচার দাবি করেন।
পুলিশ সূত্র জানায়, ঘটনা তদন্তে অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামীমা পারভীনকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (হেডকোয়ার্টার্স অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন জানান, ওসিকে ছুটিতে পাঠিয়ে এ বিষয়ে তদন্ত চলছে।
এবি/রাতদিন