রংপুর-৩ : দুর্গাপূজার দিনে ভোটগ্রহণ, তারিখ পেছানোর দাবি হিন্দু ধর্মাবলম্বীদের

রংপুর-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। রংপুর জেলা কমিটি আজ মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে দেয়া লিখিত আবেদনে এ দাবি জানানো হয়।

শারদীয় দূর্গা উৎসব চলাকালীন রংপুর-৩ আসনের উপনির্বাচনে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভোট প্রদানে বিঘ্ন ঘটতে পারে- এমন আশঙ্কা করছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।

রংপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচর্য্য বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। পরের দিন পূজার সপ্তমী। ওই দিন উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে রংপুর সদর ও মহানগরীর হিন্দু সম্প্রদায়ের ৭০ হাজার ভোটারের ভোট প্রদানে বিঘ্ন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের দিন (৫ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীগণ মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদান করবে। ওই দিন ভোট হলে যানবাহন বন্ধ থাকবে। হিন্দু ধর্মাবলম্বীরা সবাই পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকবে। এছাড়া রংপুরে অনেক স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পূজা মন্ডপ থাকে। যদি ভোটের দিন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এর প্রভাব কি হবে, তা তো বলার অপেক্ষা রাখে না।’

এসময় তিনি বলেন, ‘আমরা চাই দূর্গোৎসবের কারণে যাতে ভোট প্রদানে বিঘ্ন না ঘটে এমন তারিখ নির্ধারণ করা হোক। এতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।’

এ প্রসঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএ সাহাতাব উদ্দিন বলেন, ‘পূজা উদ্যাপন পরিষদ একটি লিখিত আবেদন করেছে। আমি তাদের আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের জানাবো।’

এইচএ/রাতদিন