রংপুরে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন এক ব্যাংক কর্মকরর্তা। সরকার রওশন আলিফ সজীব নামের ওই কর্মকর্তা জনতা ব্যাংকের রংপুর কর্পোরেট শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্তব্যরত রয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে দেশের খেটে-খাওয়া মানুষ। দিনমজুররা যেমন বিপাকে পড়েছেন, তেমনি বিপাকে পড়েছেন শিক্ষার্থীরাও। যারা বাড়ির বাইরে ছাত্রাবাস বা ভাড়া বাসায় থেকে পড়াশোনা করেন, তাদের ক্লাস না চললেও গুণতে হচ্ছে ছাত্রাবাস, বাসা বা মেস ভাড়ার টাকা। এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও তার পরিবারের অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা।
রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় অবস্থিত রংপুর আইইটি কলেজ সংলগ্ন রমিছা সরকার নীড় নামের একটি ছাত্রাবাসের মালিক তিনি। ওই ছাত্রাবাসে মোট ২১টি সিট রয়েছে বলে জানা গেছে।
এ প্রসংগে ব্যাংক কর্মকর্তা সজীব জানান, মানবিক দিক বিবেচনা করে ছাত্রদের কাছে মার্চ মাসের ভাড়া না নেওয়ার সিন্ধান্ত নেয়া হয়েছে।
মিলিত মানুষের সম্মিলিত প্রচেষ্টাই এই ক্রান্তিকাল উত্তোরনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি।
জেএম/রাতদিন