রংপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ, মিছিলে পুলিশের বাধা

মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচারে গুলবর্ষণ ও হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতা-কর্মীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

মঙ্গলবার, ৩০ মার্চ নগরীর গ্রান্ড হোটেল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশের আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে তা পুলিশি বাধার কারণে মূল সড়কে যেতে পারেনি। এ নিয়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাক-বিতন্ডা হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রইচ আহম্মেদ, সহ-সভাপতি ওহেদুজ্জামান মাবু, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, এ্যাড. শফি কামাল, সাজেদুর রহমান রানা, শরিফুল ইসলাম ডালেস, প্রচার সম্পাদক ফিরোজ আলম, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মিঠাপুকুর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, জেলা তাতীদলের আহবায়ক ফজলে এলাহী ডিউক, পীরগাছা উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জাহান ও পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিস।

বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি কার্যালয় ও তার আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএম/রাতদিন

মতামত দিন