রংপুরে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হবার পর থানা এবং ওসির বাসভবন লকডাউন করা হয়েছে। থানার কার্যক্রম আপাতত থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুরে রবিবার নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কাজ পাশের দুটি ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে থানাও আপাতত লকডাউন থাকবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি জানিয়েছেন, ওসির সংস্পর্শে আসা কোনো ব্যক্তি কিংবা থানার যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য থানার সকলকে নিরাপদ ও সতর্ক থাকতে বলা হয়েছে।
জেএম/রাতদিন