রংপুরে র‌্যাবের হাতে ‘আল্লাহর দল’ নায়ক গ্রেফতার

গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ‘জেলা নায়ক’ মোঃ আজমত আনছারীকে গ্রেফতার করেছেন রংপুর র‌্যাব-১৩ এর একটি বিশেষ দল।

রংপুর র‌্যাব-১৩ উপ-অধিনায়ক ও মিডিয়া অফিসার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে বুধবার, ১৮ ডিসেম্বর গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

তিনি আরো জানান, তার কাছ থেকে বিপুল পরিমান জঙ্গি বই ও লিফলেট উদ্ধার করা হয়। এবং জেলা নায়ক’ মোঃ আজমত আনছারী স্বীকার করেছে যে, সে ২০০১ সাল থেকে গাইবান্ধা এলাকায় সংগঠনের জন্য গোপনে নিয়মিত প্রচার চালিয়ে আসছিলো। ২০০৬ সালে সে জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের কাছে আটক হয় ও সাজা ভোগ করে।

এনএ/রাতদিন