টানা ২২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লালমনিরহাটের ২ জন। তারা সম্পর্কে বাবা-ছেলে।
রোববার, ৩ মে দুপুরে তাদের ছাড়পত্র দেন লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক সিরাজুল হক।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোকন্দ দীঘির পাড় (গুড়িয়াদহ) এলাকার এক ব্যক্তি (৩৭) করোনায় আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জে শ্রমিকের কাজ করতেন। বাড়িতে আসার পর তার করোনা উপসর্গ দেখা দেয়।
পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। এরই মধ্যে তার সংস্পর্শে থেকে ৭ বছরের ছেলেও করোনায় আক্রান্ত হয়। তারা ২২ দিন লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটে করোনা ওয়ার্ডে চিকিৎসা নিয়ে সুস্থ হন। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, লালমনিরহাটে মোট করোনায় আক্রান্ত ৩ জন। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছেন। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন।
এনএ/রাতদিন