লালমনিরহাটে শোয়ার ঘরে ঝুলছিলো ফেরিওয়ালার মরদেহ

লালমনিরহাটের পৌর শহরের বানভাসা এলাকায় এক ফেরিওয়ালা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আব্দুল মতিন (৪০) নামে ওই ফেরিওয়ালা সম্প্রতি চট্টগ্রাম থেকে বাড়ী ফিরেছিলেন। 

বৃহস্পতিবার, ৬ আগষ্ট বিকেলে পৌর শহরের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মতিন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ঢটগাছ গ্রামের জয়নালের ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে প্রতিবেশীরা তার শয়ন কক্ষে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

লালমনিরহাট সদর থানার  (ওসি) মাহফুজ আলম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ আত্মহত্যার কারণ সম্পর্কে কোনপ্রকার পূর্বানুমান করে নি। মতিনের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তার আত্মহত্যার মোটিভ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জেএম/রাতদিন