লালমনিরহাটে হঠাৎ ৯, কুড়িগ্রামে ১০ করোনা আক্রান্ত

রংপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ফলে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২১৫ জনে।

বৃহষ্পতিবার, ৭ মে বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।

 তিনি জানান, বৃহষ্পতিবার মোট ৯৪ টি নমূনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত ১৯ জনের মধ্যে লালমনিরহাট জেলার রয়েছেন ৯ জন। আর কুড়িগ্রাম জেলার ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

লালমনিরহাট জেলার আক্রান্ত ৯ জন হলেন, আদিতমারী উপজেলার ৮ জন ও হাতীবান্ধা উপজেলার একজন।

অন্যদিকে এদিন কুড়িগ্রাম জেলার ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ভুরুঙ্গামারী উপজেলায় ৩, ফুলবাড়ি উপজেলা ৩ ও কুড়িগ্রাম সদরের চারজনেরা করোনায় আক্রান্ত নিশ্চিত করা হয়।

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, লালমনিরহাটে এতদিন বিভাগের সবচেয়ে কম সংক্রমণ থাকলেও আজকে সেই রেকর্ড ভেঙেছে। অন্যদিকে কুড়িগ্রাম জেলায় বেশ কিছুদিন থেকে নিয়মিত সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

জেএম/রাতদিন