ইংল্যান্ডের টন্টনে গতকাল মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে টাইগাররা। এর ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকার আশঙ্কা থাকলো টাইগারদের।
সেমিফাইনাল সামনে রেখে বাংলাদেশের সামনে রয়েছে ৪টি ম্যাচ। যদি টাইগাররা এর সবগুলো ম্যাচ জিতে তাহলে আর কোন সমীকরণেরই দরকার হবে না। সোজা চলে যাবে সেমিফাইনালে। এমনকি ৩ ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও সেমিফাইনালের পথ খুলে যাবে বাংলাদেশের সামনে। কারণ পয়েন্ট টেবিলে নিচে থাকা কোন দলেরই আর বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না।
চলতি বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড সেমির দৌঁড়ে এগিয়ে। তবে টাইগারদের কাছে পরাজিত ক্যারিবিয়দের সেমিতে খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেছে। পরবর্তী খেলায় (২০ জুন) বাংলাদেশের প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া। পরের ম্যাচ ২৪ জুন লড়তে হবে র্যাংকিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের সাথে। এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে।
সোমবার, ১৭ জুন বিশ্বকাপের সেমির আশায় বাঁচা-মরা লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ম্যাচজয়ী (১২৪) রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস।
দল | ম্যাচ | পয়েন্ট | রান রেট |
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ৫ | ৮ | +০.৮১২ |
নিউজিল্যান্ড | ৪ | ৭ | +২.১৬৩ |
ভারত | ৪ | ৭ | +১.০২৯ |
ইংল্যান্ড | ৪ | ৬ | +১.৫৫৭ |
বাংলাদেশ | ৫ | ৫ | -০.২৭০ |
শ্রীলঙ্কা | ৫ | ৪ | -১.৭৭৮ |
ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ৩ | +০.২৭২ |
দ. আফ্রিকা | ৫ | ৩ | -০.২০৮ |
পাকিস্তান | ৪ | ৩ | -১.৭৯৬ |
আফগানিস্তান | ৪ | ০ | -১.৬৩৮ |
এনএইচ/ রাতদিন