৫২ বছর বয়সী মার্কিন নারী বাংলাদেশে, বিয়ে করলেন অর্ধেক বয়সী যুবককে

প্রেমের টানে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন ডংসন লং নামের ৫২ বছর বয়সী এক মার্কিন নারী। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বনানীপাড়ার সোনালী ব্যাংক কর্মচারী শাহাবুল হোসেনের ছেলে ফয়সাল আহমেদের (২৭) প্রেমে পড়ে এসেছেন তিনি।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, প্রেম। তারপর বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের দূরত্ব ঘুচিয়ে প্রেমিক ফয়সাল আহমেদের কাছে ছুটে আসেন ডংসন লং। সেই সঙ্গে বিয়ে করেন এই যুগল। পাশাপাশি মুসলমান হন ডংসন লং। তার বর্তমান নাম মরিয়ম খাতুন।

তবে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিয়ের পর পরই তারা অন্যত্র চলে যায়। এদিকে ফয়সালের স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানা গেছে।

গত ১৩ এপ্রিল প্রেমিক ফয়সালকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা জজ আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে মুসলমান হয়ে নাম পরিবর্তন করেন ডংসন লং। মরিয়ম খাতুন নামে ১০ হাজার টাকা দেনমোহরে ফয়সালকে বিয়ে করেন তিনি। বিয়ের পর উধাও হয়ে যান তারা। বর্তমানে তারা কোথায় আছেন জানেন না কেউ।

এলাকাবাসী জানান, ফয়সাল হয়তো আমেরিকা যাওয়ার জন্য ওই মধ্যবয়সী নারীকে বিয়ে করেছেন। কয়েক দিন ধরে ফয়সালকে এলাকায় দেখা যায়নি। বিদেশি নারীকে নিয়ে হয়তো অন্য স্থানে চলে গেছেন।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ফয়সালের বাবা শাহাবুল হোসেন। আর ফয়সালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবি/রাতদিন