আলাভেসের বিপক্ষে ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দেপোর্তিভো আলাভেসের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

আলাভেসের মাঠে বলের দখল ধরে রাখলেও গোল পেতে রিয়ালকে অপেক্ষায় থাকতে হয়েছে ৫২ মিনিট পর্যন্ত। ফ্রি-কিক নিয়েছিলেন টনি ক্রুস। সতীর্থের স্পটকিকে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন অধিনায়ক সার্জিও রামোস।

গোল পেলেও রামোসের দোষে দ্রুতই গোল হজম করতে হয়েছে রিয়ালকে। ৬৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে আলাভেসের জোশেলুরকে মুখে কনুই মেরে বসেন রামোস। রিয়াল অধিনায়ককে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি আলাভেসের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে গোল আদায় করে নেন লুকাস পেরেজ।

সমতায় থাকা ম্যাচে রিয়ালকে জয় এনে দেন দানি কারভাহাল। ৬৯ মিনিটে ডানপ্রান্ত ধরে গোল বরাবর শট নিয়েছিলেন লুকা মদ্রিচ। ক্রোয়েট মিডফিল্ডারের শট আলাভেস গোলরক্ষক পাঞ্চ করে ফিরিয়ে দিলে বল পান কারভাহাল। আলতো খোঁচায় জাল খুঁজে পান এই পর্তুগিজ ডিফেন্ডার।

এ জয়ে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

শান্ত/রাতদিন