এ বছর হচ্ছে না বিপিএল: অর্থমন্ত্রী

আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিলো বিপিএলের সপ্তম আসর। সম্প্রতি এমনটাই জানিয়েছিল বিপিএল গভর্নিং কমিটি। নিলামের সময় পার হলেও এখনো প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি।

এরই মধ্যে গতকাল মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএল এক বছরে দুইবার আয়োজন অসম্ভব।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা শেষে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এ ব্যাপারে মুস্তফা কামাল বলেন ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’

এদিকে এ নিয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তবে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে বিসিবি সভাপতি দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর বোর্ড সিদ্ধান্ত নেবে।

শান্ত/রাতদিন