একুশে পদকজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক পদার্থবিদ অজয় রায় (৮৫) পরলোক গমন করেছেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সোমবার, ৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালক (জনসংযোগ) ফরিদ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক অজয় রায় জঙ্গি হামলায় নিহত লেখক অভিজিৎ রায়ের বাবা। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে প্রায় দু’সপ্তাহ আগে তিনি বারডেম হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা।
মুক্তিযোদ্ধা অজয় রায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল ভাষা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানেও। শিক্ষা আন্দোলন মঞ্চের প্রতিষ্ঠাতা তিনি।
এনএইচ/রাতদিন