ওয়ালটন অনূর্ধ্ব-২১ টেস্ট হকি সিরিজে ৩-১ ব্যবধানে ওমানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। পঞ্চম ম্যাচে হারলেও সিরিজ জয় করে বাংলাদেশ। শেষ ম্যাচে ৪-৩ গোলে হেরেছে স্বাগতিকরা।
গত মঙ্গলবার, ১৫ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে লিড এনে দেন ওমানের অধিনায়ক রাশেদ আল ফাজারি।
অবশ্য দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। এরপরে ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এতে অধিনায়ক মাহবুব হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় দলটি। তবে এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কারণ ৪০ মিনিটে আকরাম বাইত শামাইয়ার পেনাল্টি স্ট্রোকে ২-২ গোলে সমতা ফেরে ওমান।
৪৯ মিনিটে আদনান আল হাসানির ফিল্ড গোলে লিড নেয় ওমান। এর ৬ মিনিটের মাথায় হুসেন বাইত ফারাজের ফিল্ড গোলে ৪-২ ব্যবধানে আরো এগিয়ে যায় সফরকারীরা।
৫৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আশরাফুল আরেকটি গোল করলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলকে।
শান্ত/রাতদিন