কালীগঞ্জে প্রবাসী কল্যাণ সংঘ ইয়াংস্টারের উদ্যোগে এতিমদের ইফতার

লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসী কল্যাণ সংঘ ইয়ং স্টার এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে এতিমখানার শিশুদের ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

শনিবার, ১৮ মে উপজেলার আরবী বেওয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত এই সেবামূলক সংগঠনটি বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে। এরই অংশ হিসেবে স্থানীয় ২ টি মাদ্রাসার প্রায় ৬০ জন ছাত্রকে ইফতার ও রাতের খাবার সরবরাহ করা হয়।

এসময় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন শোভন, প্রকাশ, স্বপন, মিঠু, মারুফ, শাকিল প্রমূখ।

জেএম/রাতদিন