রংপুরের গঙ্গাচড়ায় দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
বৃহষ্পতিবার, ১৩ আগষ্ট দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ছিল্লানীর মাজার মোড়ে।
জানা গেছে, দক্ষিণ কোলকোন্দ গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে ছকমাল বৃহস্পতিবার দিনশেষে রাত পৌনে একটার দিকে বন্ধ করে বাড়ি যান। আজ শুক্রবার, ১৪ আগষ্ট সকালে দোকান খুলতে এসে ঘরের উপরে চালার টিন কাটা ও দোকানের জিনিস পত্র এলোমেলো দেখতে পান।
পরে দেখতে পান ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরেরা। তবে দোকানের মালামাল নিয়ে গেছে কিনা তাৎক্ষনিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এ ব্যাপারে দোকানের মালিক সাইফুল ইসলাম জানান, আমাদের বাড়ির লোকজন প্রায় বাহিরে ক্ষেত খামারে কাজ করার জন্য যায়। তাই টাকা পয়সা, প্রয়োজনীয় কাগজপত্র দোকানেই রাখি। তাছাড়া বাজারে দুই জন নৈশ প্রহরী থাকায় আমি নিরাপদ মনে করে কয়েকদিন আগে গরু বিক্রির টাকাও দোকানে রাখি।
তবে দোকানের ক্যাশবাক্সে রাখা জরুরী কাগজপত্র অক্ষত রয়েছে বলে জানান তিনি।
প্রসংগত, ছকমাল, শওকত ও সাইফুল এই তিন ভাই মিলে দীর্ঘদিন যাবৎ ওই বাজারে দোকান করে আসছেন।
জেএম/রাতদিন