দিনাজপুরের ঘোড়াঘাটে এক দিনেই ১৫ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন করে ১৫ জন করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। একইদিনে বিরল, ফুলবাড়ি ও নবাবগঞ্জ উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮২ জনে।

আজ রোববার, ১৭ মে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলায় নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন নারী ও ১২ জন পুরুষ। এর আগে ঘোড়াঘাট উপজেলা থেকে ৬৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেই নমুনার ফলাফলে ১৫ জনের করোনা পজেটিভ আসে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআরে পরীক্ষাকৃত ৮০টি নমুনার মধ্যে ৩টি নমুনার ফলাফল পজেটিভ হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর নেওয়াজ আহম্মেদ বলেন, নুতন করে আক্রান্ত প্রত্যেকেই ঢাকা ফেরত। কয়েক দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা থেকে এসে তাঁরা নিজেরাই হোম কোয়ারেন্টিন নিয়ম মেনে চলছেন।

গত কয়েকদিনে দিনাজপুরে হঠাৎ করে বাড়ছে কোভিড–১৯ রোগীর সংখ্যা। জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ালে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। নমুনা পরীক্ষার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কারণে পরীক্ষার সংখ্যা বাড়ানো যাচ্ছে না। তবে স্বাস্থ্য বিভাগের চেষ্টা অব্যাহত আছে।

এবি/রাতদিন