লালমনিরহাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখাসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে পাঁচ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব উপজেলার হাট-বাজারে অভিযান চালিয়ে ১২৫ ব্যক্তির ৬৪ হাজার ২৩০ টাকা জরিমানা করেছে আদালত।
রোববার, ১২ এপ্রিল সকাল ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টার জেলার ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টসহ অলিগলিতে ১২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশী দামে বিক্রি করছে- এমন খবরের ভিত্তিতে লালমনিরহাটের ৫টি উপজেলায় হাট-বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে মূল্যবৃদ্ধিসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারীকৃত আদেশ অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক ছাড়া ও অকারণে ঘোরাফেরা করার কারণে বিভিন্ন মামলায় ১২৫জন ব্যক্তিকে ৬৪ হাজার ২৩০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে এদিন নারায়ণগঞ্জ থেকে আসা ব্যাক্তিদের বিষয়েও খোজখবর নেয়া হয়। এবং তাদেরকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সরকারি নির্দেশনা অমান্যের কারণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করছেন।
তিনিও নারায়ণগঞ্জ থেকে যারা বাড়িতে ফিরেছেন তাদেরকে বাড়িতে থাকার অনুরোধ জানান।
জেএম/রাতদিন