নরীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে ‘তথ্য আপা’র প্রথম উঠান বৈঠক হয়েছে। এতে মিঠিপুর ও রামনাথপুর ইউনিয়নের ৫০ জন নিম্ন আয়ের অনগ্রসর নারী অংশ নেয়।
শনিবার, ২৫ মে উপজেলার তথ্য সেবা কেন্দ্রের আওতায় উপজেলার আব্দুল্লাপুর গ্রামে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে দেশের সকল উপজেলায় তথ্য আপার মাধ্যমে উঠান বৈঠক শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্য আপারা উঠান বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডারসমতা এই ৬ টি বিষয়ে সেবা প্রদান করবেন।
বৈঠকে পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজা বেগম ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল রেহানা বক্তব্য রাখেন।
তথ্য আপারা নারী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়নে ধারাবাহিকভাবে উঠান বৈঠক করবেন বলে জানা গেছে।
এইচএম/ রাতদিন