মুজিববর্ষ পালনে সব প্রাথমিকের জন্য জরুরী নির্দেশনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি উপসচিব নাজমা শেখ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, মুজিববর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ ২০২০ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

(ক) সমাবেশ

(খ) জাতীয় সঙ্গীত

(গ) মাননীয় প্রধানমন্ত্রীর চিঠি পাঠ

(ঘ) কেক কাটা

(ঙ) চিত্রাঙ্কন প্রতিযোগিতা

(চ) আলোচনা সভা; বিষয়: ছোটদের বঙ্গবন্ধু

(ছ) সাংস্কৃতিক অনুষ্ঠান।

এমতাবস্থায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপরোক্ত কর্মসূচিসমূহ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথভাবে পালনের জন্য মাঠ পর্যায়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের জেলাওয়ারি প্রতিবেদন ৭ (সাত) কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেএম/রাতদিন