‘যতীন বাবু’ আর নেই

চলে গেলেন লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহি ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘যতীন এন্ড সন্স’র কর্নধার যতীন্দ্র মোহন রায়। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। স্থানীয়ভাবে তিনি যতীন বাবু নামে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি দুপুর ১টা পাঁচ মিনিটে কালীগঞ্জের উত্তর ঘণেশ্যাম গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনীসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

যতীন্দ্র মোহন এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার রাতে বুকশুলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জানা গেছে, বাবার হাত ধরে মাত্র ১৮ বছর বয়সে মিষ্টান্ন ব্যবসা শুরু করেন যতীন্দ্র। পরে ১৯৪৩ সালে নিজেই প্রতিষ্ঠা করেন ‘যতীন এন্ড সন্স’।সেই থেকে আজও চলছে প্রতিষ্ঠানটি।

শোক প্রকাশ : যতীন্দ্র মোহন রায়ের মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আরো শোক জানিয়েছেন সাবেক সংসদ সদস্য সালেহ উদ্দিন আহমেদ হেলাল ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

এদিকে প্রবীণ এ ব্যবসায়ীর মৃত্যুতে রাতদিননিউজ পরিবারের পক্ষ থেকে শোক জানিয়েছেন সম্পাদক একেএম মঈনুল হক।

এমএইচ/রাতদিন