রংপুরে আ.লীগ প্রার্থী ববিকে লাঞ্চিতের অভিযোগ

উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর সদর উপজেলার আ.লীগ প্রার্থী নাছিমা জামান ববির উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আ.লীগের বিদ্রোহী প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের সমর্থক একরামুল হক ও তার লোকজন এ হামলা চালিয়েছে বলে ববির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে  রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বের হচ্ছিল ববি।

এসময় সিঁড়িতে হরিদেবপুর ইউনিয়ন আ. লীগ নেতা একরামুল হক ‘বহিরাগত’ বলে ববিকে কটাক্ষ শুরু করেন। এসময় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও  বিরূপ মন্তব্য করা হয়।

এরই  এক পর‌্যায়ে উভয় পক্ষের বাকবিতন্ডার মধ্যে  নাছিমা জামান ববিকে লাঞ্চি ত করা হয়। পরে নেতাকর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

আ.লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসাবে নির্বাচনে অংশ নেয়া ডা. দেলোয়ার হোসেনের সমর্থক একরামুল হক ও তার লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে ববির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নাছিমা জামান ববি অভিযোগ করে বলেন,  ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আমার ওড়না ছিড়ে দিয়েছে একরামুল। বিষয়টি আমি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জানিয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে একরামুল হক বলেন, ‘আমিতো হামলা করিনি উল্টো ববির সমর্থকরাই  আমাকে লাঞ্ছিত করেছে।’

এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে  হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মলন করেছেন নাছিমা জামান ববি।

এইচএ/রাতদিন