প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির আয়োজনে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রায় ৩ ঘন্টা ব্যাপি সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে রংপুরের বিভিন্ন সংপাদপত্র ও অনলাইন পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক এবং ব্যুরো প্রধানরা অংশ নেয়।
এতে প্রধান আলোচক ছিলেন পিআইবির মহাপরিচালক মীর নজরুল ইসলাম। অন্যান্য আলোচকরা হলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।
অনুষ্ঠানের শুরুতে পিআইবির সাবেক মহাপরিচালক প্রায়াত শাহ আলমগীরের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়।
পরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক সংলাপ শুরু হয়। প্রায় ৩ ঘন্টা ব্যাপি এ উন্মুক্ত আলোচনায় শিশু ও নারী বিষয়ক সংবাদ প্রকাশে নানা দিক নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহনকারী রংপুরের বিভিন্ন সংপাদপত্র ও অনলাইন পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক এবং ব্যুরো প্রধানদের কাছে বিভিন্ন সুপারিশ নেয়া হয়। শিশু ও নারী উন্নয়ন বিষয়ক এসব সুপারিশ বাস্তবায়নে পিআইবির পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হবে বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মীর নজরুল ইসলাম।
রাতদিন/ এমআরডি-১২ এপ্রিল,২০১৯