লালমনিরহাটে আতংকে হাসপাতাল থেকে পালালেন ৩৮ রোগী

সৌদি আরব থেকে আসা অসুস্থ প্রবাসী হাসপাতালে আসছেন-এমন খবরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি থাকা ৩৮ রোগী পালিয়ে গেছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার, ২০ মার্চ রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট সদর হাসপাতাল সূত্র মতে, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ২৮ বছর বয়সী এক নারী গত ২০ ফেব্রুয়ারী সৌদি আরব থেকে ঢাকায় আসেন। সেখানে থেকে ২৭ ফেব্রুয়ারী আসেন বাড়িতে।

গতকাল শুক্রবার এলাকার লোকজন ফোনে ওই নারী অসুস্থ হয়ে পড়েছেন এমন খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। ফলে সে অনুযায়ী আইসোলেশন ওয়ার্ডে প্রস্তুতিও নেয় হাসপাতাল কতৃপক্ষ। আর এই খবর ছড়িয়ে পড়লে রাত দশটার দিকে আতংক ছড়িয়ে পড়ে হাসপাতালটিতে। ফলে সেখানে বিভিন্ন বিভাগে ভর্তি থাকা ১৩৪ রোগীর মধ্যে ৩৮ রোগী পালিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত প্রবাসী নারী হাসপাতালে আসেননি।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মঞ্জুর মোর্শেদ রোগী পালানোর সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই প্রবাসীর কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে এবং তিনি সুস্থ আছেন। কিন্তু গুজবে হাসপাতাল থেকে ওই ৩৮ রোগী ভয়ে পালিয়েছে।’

শেষ পর্যন্ত ওই প্রবাসী নারী হাসপাতালে আসেননি বলে জানিয়েছেন।

এবি/রাতদিন