মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে ২০জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
আজ শনিবার, ৬ মার্চ উপজেলা প্রশাসন ’মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’ প্রতিপাদ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ইউএনও মো. নাসিম আহমেদ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এময় উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, ওসি মো. আবুল হাসনাত খান, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান, উপজেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান।
এছাড়া সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জাম্মেল হক ও সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতাটি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক থেকে সকাল আটটায় শুরু হয়। এরপর শহরের বিমানবন্দর সড়ক, বঙ্গবন্ধু সড়ক, পাউবো মোড় ঘুরে পাবর্তীপুর সড়ক হয়ে পুনরায় সৈয়দপুর উপজেলা কার্যালয়ের সামনে এসে ম্যারাথন শেষ হয়।
ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় মো. আতিকুর রহমান প্রথম, মো. আবু বক্কর সিনদ্দিক দ্বিতীয় এবং মো. সুমন তৃতীয় স্থান লাভ করেছেন। এছাড়া অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে ২০জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত সৈয়দপুর ইউনাউটেড ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের (সুভা) সদস্যরা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় সার্বিক সহায়তা দেন।
ডিআর/রাতদিন