লালমনিরহাটের হাতীবান্ধায় একটি প্যাথলজি সেন্টার থেকে মিলন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার, ১৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় তিস্তা প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলাম এসময় কৌশলে পালিয়ে যান।
হাতীবান্ধা থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাতে ওই প্যাথলজিতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে প্যাথলজি থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ মিলন মিয়াকে আটক করা হয়। মিলন উপজেলার বাড়াইপাড়া এলাকার মমিনুর রহমানের ছেলে।
পরে জিজ্ঞাসাবাদে মিলন জানান, ওই প্যাথলজির কর্মচারী বাড়াইপাড়া এলাকার জসির উদ্দিনের ছেলে শরিফুল ইসলামসহ তারা এ মাদক ব্যবসা করে আসছিলেন।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। ওই প্যাথলজিতে মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।