রাইলি রুশো এবং আলেক্স হেলসের ‘টি-টুয়েন্টি মাস্টারক্লাস ব্যাটিং’য়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিটাগাং ভাইকিংসকে ৭২ রানে হারালো রংপুর রাইডার্স। এক ম্যাচে তৃতীয় বারের মতো দুই সেঞ্চুরিও করেছেন এ দুজন।
এই জুটি ১৩.৩৮ গড়ে ১৭৪ রান করেন দ্বিতীয় উইকেটে। যা বিপিএল ইতিহাসে দ্রুততম ১০০+ রান। মোট ১৯টি ছক্কা হাকিয়েছেন এই দুই ব্যাটসম্যান।
হেলস শতরান করেন ৪৭ বলে, আর রুশো ১০০ রান করতে মুখোমুখি হন ৫১ বলের।
বিপিএলের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও এখন রংপুর রাইডার্সের। ২০১৩ সালে তাদের বিপক্ষে ঢাকা গ্লাডিয়েটর্সের করা চার উইকেটে ২১৭ রানের রেকর্ডটিই ছিল এ পর্যন্ত সর্বোচ্চ রান।
ম্যাচের ষষ্ট ওভারে রুশো যখন পাঁচ রানে ব্যাটিং করছিলেন তখনি হেলস অর্ধশত রানের দেখা পান। হেলসের যখন শতরান পূর্ণ হয় ততক্ষনে রুশোর সংগ্রহ ৩৬ বলে ৭২।
রাইলি রুশোর এ মুহুর্তে ব্যাক্তিগত সংগ্রহ ৪৫৯ রান। আর মাত্র ২৮ রান করলেই রুশো টপকে যাবেন আহমেদ শেহজাদের গড়া বিপিএলে ব্যাক্তিগত সর্বোচ্চ ৪৮৬ রানের রেকর্ডটিও।
ম্যাচ হেরে গেলেও ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো চিটাগাং ভাইকিংস। অন্যদিকে ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্সের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে।
স্কোরঃ রংপুর রাইডার্স ২৩৯/৪ (হেলস ১০০, রুশো ১০০*) চিটাগাং ভাইকিংস ১৬৭/৮ (ইয়াসির ৭৮, মাশরাফি ৩-৩৪)