লালমনিরহাটের আদিতমারীতে প্রকাশ্যে মাদকসেবনের দায়ে আল আমিন(২৫) নামে এক মাদকসেবীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
সাজাপ্রাপ্ত মাদকসেবী আল আমিন লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সর্দার পাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, মাদকসেবী আল আমিন দীর্ঘ দিন ধরে ইয়াবায় আসক্ত। তার পরিবারের এমন অভিযোগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ নিয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় আল আমিনকে প্রকাশ্য ইয়াবা সেবনরত অবস্থায় পুলিশ হাতেনাতে আটক করে তার শরীর তল্লাশী চালিয়ে ৬পিস ইয়াবা উদ্ধার করে। মাদকসেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত আল আমিনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা আদায় করেন। পরে উদ্ধারকৃত ইয়াবা তাৎক্ষনিক ধ্বংস করা হয়।