কারমাইকেলে হচ্ছে ‘বঙ্গবন্ধু ‍মুর‌্যাল’

রংপুরের কারমাইকেল কলেজের মূল ফটকের পাশে  ‘বঙ্গবন্ধু মুর‌্যাল’ হচ্ছে। রোববার, ৭ এপ্রিল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর  স্থাপন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন।

এ সময় সেখানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমজাদ হোসেন,  প্রফেসর মো. রেজওয়ানুর রহমান, সহকারী অধ্যাপক ড. মো. আবুল হোসেন মন্ডল, সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান।

সেখানে আরও ছিলেন রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওসমান গনি ও জাসদ ছাত্রলীগের সভাপতি এহতেসান জেমি। কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখার সহ সভাপতি ওয়াহাব লাবীব, আলমগীর হোসেন আরেফিন, যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আকিমুল ইসলাম, তানজিনুল ইসলাম, প্রচার সম্পাদক পংকজ চন্দ্র প্রমুখ।

জানা যায়, গত ২২ শে সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল শিক্ষার্থীরা কারমাইকেল কলেজের মূল ফাটকের পাশে ”বঙ্গবন্ধু ম্যুরাল” নির্মানের দাবী জানিয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এবি/রাতদিন