কুড়িগ্রামে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে মজিবর রহমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ২কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ধরলা ব্রিজে চেকপোষ্ট চলাকালে তাকে আটক করা হয়।
আটক মজিবর রহমান ফুলবাড়ী থানার প্রাণকৃষ্ণ এলাকার মৃত আজি উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার ধরলা ব্রিজে চেকপোষ্ট চলাকালে নাগেশ্বরী হইতে ঢাকাগামী আরবি পরিবহনে তল্লাশী চালায় পুলিশ। অভিযানে ২কেজি গাঁজাসহ মজিবর রহমানকে আটক করা হয়।
কুড়িগ্রাম সদর থানার এসআই মাজেদুল, এসআই আহসান ও এএসআই আরিফুল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটক ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেএম/রাতদিন