পাটগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের গণশুনানী

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর উপজেলার স্টেকহোল্ডারদের সমন্বয়ে এই গণশুনানী করেন।

বৃহস্পতিবার, ১০ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ২ ঘন্টাব্যাপী গণশুনানী অনুষ্ঠিত হয়।

এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ব্যাংক, এনজিও কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ গণশুনানীতে অংশ নেন।

জেএম/রাতদিন