আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করতে গিয়ে টিকিটসহ মোঃ আনিসুর রহমান (৫৭) নামের এক কালোবাজারিকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশে। এসময় তার কাছ থেকে ১২টি বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
আজ বুধবার, ২৬ জানুয়ারি সকালে গ্রেফতারকৃত ওই টিকেট কালোবাজারিকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। এর আগে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মে টিকেট বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
আটককালে আন্তঃনগর ট্রেনের টিকিট ছাড়াও রেলওয়ে পুলিশ টিকেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক আনিসুর পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের মরহুম নজির হোসেনের পুত্র।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে পার্বতীপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্মের টিকেট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি এসময় টিকেট কালোবাজারি করছিলেন।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এসএস/রাতদিন